বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৭:২০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ ১০:১১:৩১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

জনগণের ভোট দেয়ার পরিবেশ দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিএনপি লড়বে: গয়েশ্বর

যশোর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বও চন্দ্র রায় বলেছেন, জনগণের দ্বিধাহীন বাধাহীন নিরাপদ ভোট দেয়ার পরিবেশ যতক্ষণ দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি লড়বে। বৃহস্পতিবার সকালে যশোরের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। এই বহুদলীয় গণতন্ত্র যতক্ষণ প্রাতিষ্ঠানিক রূপ না পাবে, ততক্ষণ বিএনপি লড়াই চালিয়ে যাবে। গয়েশ্বর বলেন, মিছিল করা আমাদের অধিকার। মিছিলকারীরা যদি ক্ষুব্ধ হয়ে কারো যানবাহনে আঘাত করে এমন আশঙ্কার বশবর্তী হয়ে পথ চলতে দেয়া হবে না, সেটা তো গণতন্ত্র না, এটা প্রচলিত আইন বিধানেরও পরিপন্থী। তিনি বলেন, আমরা কোনো নিয়ম ভঙ্গ করি কিনা, প্রশাসন সেটা দেখতে পারে। আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয়ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, জয়ন্তকুমার কুণ্ডু, আশরাফ উদ্দিন প্রমুখ।





আরো খবর