বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ১০:০৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২২ নভেম্বর ২০১৭ ১২:২৮:২৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

আওয়ামী লীগ ‘আরামদায়ক প্রস্থানের’ পথ খুঁজছে: গয়েশ্বর

খুলনা : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ''আওয়ামী লীগ ‘আরামদায়ক প্রস্থানের’ পথ খুঁজছে। তারা এতো অপকর্ম করেছেন যে ক্ষমতায় না থাকলে রেহাই পাবেন না। তিনি বলেন, ''দেশের বিচার ব্যবস্থায় সংকটকাল অতিক্রম করছে। দেহত্যাগের ভয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে। প্রধান বিচারপতিবিহীন বিচার ব্যবস্থা চলতে পারে না। '' বুধবার খুলনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপি এ সভার আয়োজন করে। গয়েশ্বর রায় বলেন, ''গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের জন্ম হলেও আজ সে আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। এজন্য তারা ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায়। '' মহানগর সভাপতি এমপি নজরুল ইসলাম মঞ্জু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বিএনপি নেতা এম নুরুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, কেসিসি’র মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।





আরো খবর