বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৫ | ০৭:০০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ ০২:২৭:২৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

কলকাতায় জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশিসহ আটক ৩

ভারতের কলকাতায় জঙ্গি সন্দেহে রিয়াজুল ইসলাম ও শামসুদ মিয়া নামে দুই বাংলাদেশিসহ ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় তাদেরকে কলকাতা স্টেশন থেকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃত অপর জন উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দ বলে দাবি করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এসটিএফ ডিসি মুরলীধর শর্মা জানান, দুর্গাপুজোর শেষে সেন্ট্রাল আইবির থেকে প্রথম খবর মেলে। এর পর থেকেই অনুসন্ধান শুরু হয়। গত ২০-২৫ দিন ধরে রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, বিভিন্ন পাবলিক প্লেসে অনুসন্ধান চালাচ্ছিল জিএসটি। আটককৃতরা কী উদ্দেশে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছে আলকায়দা সংক্রান্ত বই এবং লিফলেট মিলেছে। এছাড়া ল্যাপটপ, পেনড্রাইভ পাওয়া গিয়েছে। এরা দেড় বছর ধরে ভারতেই ছিল। তবে কোনও সময়ে হোটেলে বা বাড়ি ভাড়া নিয়ে থাকেনি। রেলওয়ে স্টেশনে, বাসস্ট্যান্ড বিভিন্ন পাবলিক প্লেসেই থাকত বলে জানান মুরলীধর শর্মা। মুরলীধর শর্মা বলেন, ভুয়ো আধার কার্ডও বানিয়েছিল দুষ্কৃতীরা। ধৃতদের কাছে কোনও পাসপোর্ট-ভিসা ছিল না। ভারতে বেআইনিভাবেই ঢুকেছিল দু’জন। অস্ত্রের স্যাম্পেল দেখতে এসছিল বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ধৃত দু’জন আনসারুল্লা বাংলা টিমের সদস্য। এই দলের দুই সদস্য ভারতে অস্ত্র বিক্রেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিল বলে দাবি ভারতের পুলিশের। আনসারুল্লা দল বাংলাদেশের একটি টেররিস্ট অর্গানাইজেশন। বাংলাদেশ সরকার দীর্ঘদিন আগেই একে ব্যান করে। এই দলটি আলকায়দা নেটওয়ার্কের একটি অঙ্গ বলেই জানান মুরলীধর শর্মা। সূত্র: ভারতীয় গণমাধ্যম





আরো খবর