শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ১২:৪৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ ০২:২৮:৪৫ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

একই বিমানে কাদের-ফখরুল রংপুর যাচ্ছেন!

রংপুর: রংপুর সদরের ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাস্থল একইদিন পরিদর্শনে যাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবদমান দুই রাজনৈতিক দলের মহাসচিব একই বিমানে রংপুর আসার খবরে তোলপাড় শুরু হয়েছে। রবিবার সকালে দেশের দুই দলের মহাসচিব একই বিমানে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন বলে প্রশাসন ও দলীয় সূত্র নিশ্চিত করেছেন। ১০ নভেম্বর রংপুর সদরের ঠাকুরপাড়ায় ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে একদল লোক। এতে নয়টি হিন্দু পরিবারের ১৮টি ঘর ভস্মীভূত হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান (৩০) নামে একজন নিহত ও পুলিশসহ আহত হন ৩০ জন। রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, সেতুমন্ত্রী ৯টায় সৈয়দপুরর বিমানবন্দরে আসবেন। সেখান থেকে সড়ক পথে সকাল ১০টায় ঠাকুপাড়ায় আসবেন এবং ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঠাকুরপাড়া পৌঁছবেন। এদিকে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে ১০টায় ঠাকুরপাড়ায় আসার কথা ছিল কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই সময় ঠাকুরপাড়া সফর করবেন বিধায় আমাদের সময়সূচী পরিবর্তন করেছি।





আরো খবর