মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল, ১৪৪৫ | ০৪:১০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২০ অক্টোবর ২০১৮ ০৮:০১:৪৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পূজার দায়িত্ব শেষে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ নিহত

মেহেরপুরে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল আসাদ রানা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি মেহেরপুর কোর্টে কর্মরত ছিলেন। মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, নুরপুর এলাকায় দুর্গাপূজার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন আসাদ রানা। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে আসাদ রানার অবস্থার অবনতি ঘটে। পরে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে যাওয়ার পথে রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় তার মৃত্যু হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, আনুষ্ঠানিকতা শেষে নিহতের গ্রামের বাড়িতে লাশ নেয়া হয়েছে।





আরো খবর