শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৮:০৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২০ আগস্ট ২০১৮ ০১:৫০:৫২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

সরকারি কর্মচারীকে গ্রেপ্তারে অনুমতি লাগবে

অভিযোগপত্রের আগে ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে সরকারের অনুমতি লাগবে। এমন বিধান রেখেই সরকারি চাকরি আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (২০ আগস্ট ২০১৮) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের আলোচ্য বিষয় সাংবাদিকদের জানান। সচিব জানান, সরকারি চাকরি আইন-২০১৮ এর খসড়া অনুযায়ী, ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মকর্তা এক বছরের সাজা পেলে বা মৃত্যুদণ্ড হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বাংলাদেশের কোনো সরকারি চাকরিজীবী যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল-২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদ দেওয়া হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয় মন্ত্রিসভায়।





আরো খবর