শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০১:৪২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২০ আগস্ট ২০১৮ ০৪:২৩:০২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পাবনায় অগ্নিকাণ্ড, তিন কোটি টাকার সম্পদ ছাই

পাবনার মধ্যশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার ভোরে শহরের কেন্দ্রস্থলে জেবি মোড়ে অবস্থিত একটি ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির নীচতলায় বিপনি বিতান, দ্বিতীয় ও তৃতীয় তলায় চারটি বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য তলা আবাসিক হিসেবে ব্যবহৃত হয়। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ভোর সোয়া ৫টার দিকে ভবনটির নীচতলায় অবস্থিত অ্যাপেক্স'র শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাইফুল ইসলাম আরও জানান, পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকার ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে





আরো খবর