শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৬:৫৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৩ মে ২০১৮ ০৭:১৭:৪০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

২ বছর দুপুরে ভাত খাননি প্রধানমন্ত্রী

সেনাবাহিনী সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দুই বছর দুপুরে ভাত খাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা সেনানিবাসে ২৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের পর আমরা দেশে খাদ্য ঘাটতি পেয়েছি। ক্ষমতায় এসে আমি প্রথম দরবার হলে গিয়ে আমি জানতে চেয়েছি সেনাবাহিনীর কি কি সমস্যা আছে। তখন তারা আমাকে জানালেন, আমরা দুপুরে ভাত খেতে চাই। তারা তখন দুপুরে রুটি খেত। তিনি বলেন, তাদের এই কথাটা শুনে তখন আমার খুব খারাপ লেগেছিল। সেদিন থেকে আমিও দুপুরে ভাত খাওয়া বন্ধ করে দেই। ১৯৯৮ সালে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে সেনাবাহিনীর জন্য দুপুরে ভাত খাওয়ার ব্যবস্থা করি। সেনানিবাসে এসে আমি সেদিন তাদের সঙ্গে বসে দুপুরে ভাত খাই। এরপর থেকে আমি আবার দুপুরে ভাত খাওয়া শুরু করি। প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে ক্ষমতায় এসে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গেলেও ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে দেখি দেশে ৩০ লক্ষ মেটট্রিন খাদ্য ঘাটতি।





আরো খবর