শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ১২:২৭ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১২ মার্চ ২০১৮ ০৮:৩৬:৪৬ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের তালিকা

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল ১৬ জন আহতের তালিকা প্রকাশ করেছে।

আহত ১৬ জনের মধ্যে তিনজন আছেন আইসিইউতে। এসএইচসিইউতে আছেন দুইজন। সার্জারি ওয়ার্ডে তিনজন, অর্থপেডিকস ওয়ার্ডে দুইজন, প্লাস্টিক ও নিউরোসার্জিারি ওয়ার্ডে আছেন একজন করে।

এছাড়া চারজনকে রেফার্ড করা হয়েছে বলে মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইসিইউতে আছেন ১. ইমরান কাবির, ৫০২ ( নারী), ২. সামিনা ব্যাঞ্চনকর, (নারী), ৩. পিঞ্চি ধামি, ৫০৫ (নারী)।

এসএইচসিইউতে আছেন ৪. কবির হোসেন (পুরুষ), ৫. রশিদ হাসান (পুরুষ)।

সার্জারি ওয়ার্ড আছেন ৬. মেহেনদী হাসান (পুরুষ), ৭. রেজানা আব্দুল্লাহ (৩৮, নারী), ৮. ড. ইরজানা (নারী)।

অর্থপ্রেডিক ওয়ার্ড আছেন ৯. ধীরেন্দ্র সিং পুজানা (৩৭,পুরুষ), অর্থপ্রেডিক্ট হাই কেয়ার আছেন ১০. সওরানা (২২, মেয়ে)। এছাড়া প্লাস্টিক ওয়ার্ডে আছেন ১১. শাহরিন আহমেদ

নিউরোসার্জারিতে ১২. এমডি শাহিন (পুরুষ), রেফার্ড করা ৪জন হলেন ১৩.কিশোর ত্রিপাঠি (৪০, গ্রান্ডি), ১৪. হরিপ্রসাদ সুবেদি (৪০, গ্রান্ডি), ১৫. দয়ারাম প্রামাকার (নিউরো)






আরো খবর