বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০১:৩৭ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮ ১০:৪৬:১৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম মনোনয়ন ফরম কিনেছেন। এছাড়া, মনীপুরী স্কুলের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, মুহাম্মদ শাহ আলম, রাসেল আশেকী এবং আদম তমিজি হকসহ পাঁচজন ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম কিনেছেন। শনিবার মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিন বিকেল সাড়ে ৩টায় মনোনয়ন ফরম কিনেন আতিকুল ইসলাম। এর আগে কিছুক্ষণ আগে নেন দুজন। এদিকে সকালে মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পরপরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন রাসেল আশেকী এবং আদম তমিজি হক। শনিবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এসময়ের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। পরে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, দল থেকে মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পাঁচ জন ফরম কিনেছেন। আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরম ২৫ হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে।





আরো খবর