শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৪:০৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮ ০৪:০১:১৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

লেক থেকে মোবাইল তুলতে গিয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূবাচল উপশহরের লেক থেকে মোবাইল তুলতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম হাফিজ বিন সাদিক(২০)। তার পিতার নাম সাদিকুর রহমান। সাদিকুর রহমানের বাসা রাজধানীর ধানমন্ডি-৯ নম্বর এলাকায়। বৃহস্পতিবার সকালে পূবার্চল উপশহরের ২ নং সেক্টরের ১১নম্বর ব্রিজের আলমপুরা এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাফিজ বিন সাদিক তার বন্ধু ইসরাক আহমেদ সিদ্দিকীকে নিয়ে নিজ প্রাইভেট যোগে পূর্বাচল উপশহরে ঘুরতে আসে। এসময় তারা ২নং সেক্টরের আলমপুরা এলাকার ১১ নম্বর ব্রিজের নিচে লেকের পাড় বসে আড্ডা দেয়ার সময় হঠাৎ হাফিজ বিন সাদিকের মোবাইলটি তার হাত থেকে লেকের পানিতে পড়ে যায়। সাথে সাথে হাফিজ মোবাইলটি পানি থেকে তুলতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহায়তায় তাকে মুমূর্ষু অবস্থায় পানি থেকে তুললে হাফিজের পরিবারের লোকজন এ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে সে মৃত্যু বরণ করেন বলে এসআই আরো জানান





আরো খবর