শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৭:২৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১০ জানুয়ারী ২০১৮ ০৫:০২:২১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

রাজধানীতে ডিবি পরিচয়ে বাসা থেকে ব্যবসায়ীকে তুলে নেয়ার অভিযোগ

ঢাকা : রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে সালাম শিকদার (৪২) নামে এক ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সন্ধ্যার এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও থানা পুলিশ তা নেয়নি। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সালাম শিকদারের স্ত্রী লাভলী বেগম গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ‘তারা বাসা ভাড়া নেওয়ার কথা বলে ভেতরে প্রবেশ করে। সবার চুল ছিল ছোট-ছোট। তাদের বয়স ৩০-৩৫ হবে। একজনের বয়স একটু বেশি।’ তবে কেউ কারও নাম বলেনি। জানা যায়, সালাম শিকদারের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার মহেশপুর এলাকায়। তিনি বাকেরগঞ্জ এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে কি পদে ছিলেন, তা স্ত্রী লাভলী বেগমও জানেন না। আদাবর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের থানায় এরকম কেউ জিডি করতে আসেননি। এলে অবশ্যই জিডি নেয়া হবে।’





আরো খবর