বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০১:০৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ০৯ ডিসেম্বর ২০১৭ ১১:৪১:২৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

গরু-ছাগল চুরি ঠেকাতে ওসির মাইকিং

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অব্যাহত গরু-ছাগল চুরি ঠেকাতে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। শনিবার তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমানের উদ্যোগে উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনসমাগমস্থলে মাইকিংক করে এ প্রচারণা শুরু হয়। স্থানীয়রা জানান, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল চুরি হচ্ছিল। বিশেষ করে বিভিন্ন ফসলি মাঠ ও আঞ্চলিক সড়কে বিচরণ করা ছাগল বিভিন্ন যানবাহনে তুলে নিয়ে চলে যাচ্ছে চোরের দল। এই চুরি ঠেকাতে গরু-ছাগল লালন পালন করা কৃষকদের সচেতন করতে মাইকিং করে সচেতনা সৃষ্টির জন্য ওই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে ওসি মো. মনজুর রহমান বলেন, মূলত শীতের এ সময়টাতে সড়ক ও ফসলি মাঠ ফাঁকা থাকায় গরু-ছাগল চুরি হওয়ার আশঙ্কা থাকে। এজন্য মাইকিং করে সচেতনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।





আরো খবর