শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ১০:৫০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০১৭ ০৪:০৪:৩৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

রাঙামাটি: রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য অনাদি রঞ্জন চাকমা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে নানিয়ারচর উপজেলার তচাকমা দজর পাড়ায় এ ঘটনা ঘটে। অনাদি রঞ্জন চাকমা নানিয়ারচর সদর ইউপির সাবেক সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নানিয়ারচর উপজেলার তচাকমা দজর পাড়ার ১৮ মাইল নামে একটি এলাকায় হাটছিলেন। এ সময় ৬ থেকে ৭ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তার পথ গতিরোধ করে বাগবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা অনাদি রঞ্জন চাকমাকে গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তার মৃত্য হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এদিকে এ ঘটনার পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অনাদি রঞ্জন চাকমা আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের সমর্থক বলে জানা গেছে। নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্যে নব্য মুখোশ বাহিনী দায়ী করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।





আরো খবর