বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ১০:৪০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০১৭ ০৬:৫৪:২৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. ফরিদ আলম (১৩) নামের এক বাংলাদেশি কিশোর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৩ নম্বর পিলারের পূর্ব পাশে জিরো লাইনের কাঁটা তারের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত ফরিদ আলম উপজেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের হামিদিয়া পাড়ার মৃত ইব্রাহিম খলিলের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বাড়ির গরু না আসায় তা খুঁজতে খুঁজতে সীমান্তের কাঁটা তারের পাশে চলে যায় ফরিদ। এ সময় হঠাৎ দুর্ঘটনার শিকার হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ফরিদকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।





আরো খবর