মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল, ১৪৪৫ | ০৫:০৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭ ০৪:৩০:৩৭ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

টাঙ্গাইলে ছিনতাইকালে ৫ পুলিশ সদস্যকে গণধোলাই

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া এলাকায় ছিনতাইকালে পাঁচ পুলিশ সদস্য গণধোলাইয়ের শিকার হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই পাঁচ পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে আসে গোপালপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপালপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলীর নেতৃত্বে সাদা পোশাকে পাঁচ পুলিশ সদস্য সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করেন। ছিনতাই শেষে পালানোর সময় গরু ব্যবসায়ীর ডাক-চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে এসে ছিনতাইকারী ওই পাঁচ পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে টাকা উদ্ধার করে। এ সময় প্রাণে বাঁচার জন্য স্থানীয় হাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য জয়নালের বাড়িতে আশ্রয় নেয় ওই পাঁচ পুলিশ সদস্য। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাড়ি ঘেরাও করে স্থানীয় জনগণ। পরে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য জয়নালের বাড়ি থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে গোপালপুর থানার সেকেন্ড অফিসার এসআই হাসান জামিলও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।





আরো খবর