শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ১০:২৭ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২০ নভেম্বর ২০১৭ ০৪:৪১:৩৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

পাবনায় স্যালাইনে বিষ দিয়ে গর্ভবতী স্ত্রীকে হত্যার অভিযোগ

পাবনা: পাবনায় স্যালাইনের মধ্যে বিষ প্রয়োগ করে আঞ্জুয়ারা খাতুন (২৭) নামের এক গর্ভবতী গৃহবধূকে হ্যার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার শালাইপুর গ্রামের অধিবাসী স্বামী খাইরুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। সোমবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহত আঞ্জুয়ারা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল করিম কামারের মেয়ে। ঘাতক স্বামী খাইরুল ইসলাম আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আজিমুদ্দিন শেখের ছেলে। নিহতের ভাই রওশন কামার অভিযোগ করে বলেন, দীর্ঘ ১০ বছর খাইরুল ইসলামের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই খাইরুল ইসলাম তার বোনকে নানা কারণে নির্যাতন ও জালাতন করতো। গত রোববার সকালে স্ত্রী আঞ্জুয়ারাকে অসুস্থ বলে বাজার থেকে এক ডাক্তার ডেকে আনেন এবং আগে থেকেই বাড়ীতে এনে রাখা বিষ মেশানো স্যালাইন বোনের শরীরে পুশ করে বাড়ি ছেড়ে চলে যায় সে। ৫ মিনিট স্যালাইন শরীরে ঢোকার সাথে সাথেই তার বোন বিষাক্রান্ত হয়ে অস্থির হয়ে উঠে। গুরুতর অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আঞ্জুয়ারার ১০ বছরের একটি ছেলে ও ৭ মাসের অন্তসত্ত্বা ছিলো বলে তার ভাই জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে। এ ব্যাপারে নিহতের ভাই রওশন কামার বাদী হয়ে থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে তাদের অভিযোগ একটি প্রভাবশালী মহল মামলা না দেয়ার জন্য তাদেরকে চাপ প্রয়োগ করছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) জালাল উদ্দিন জানান, এমন ঘটনা আমি শুনেছি। তবে থানায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। এদিকে গর্ভবতী মহিলা হত্যার খবরে এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসিরা ঘাতক স্বামীর দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





আরো খবর