শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ১২:২০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ ০২:১৯:২৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

চুয়াডাঙ্গায় শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মহিলা মাদ্রাসার ছাত্রী জিনিয়া খাতুন (১১) ক্লাসে পড়া না দেয়ায় ৫০ বার কান ধরে উঠাবসা ও পিটিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে। আজ শনিবার সকালে মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জিনিয়া খাতুন মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরে কার্পাসডাঙ্গা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। জিনিয়া উপজেলার জাহাজপোতা গ্রামের মৃত বাবলুর মেয়ে এবং কুড়ুলগাছি মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী। নির্যাতিতা ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে জিনিয়া খাতুন ক্লাসে পড়া না দিতে পারায় শিক্ষিকা শিরিনা খাতুন তাকে ৫০ বার কান ধরে উঠাবসা ও পিটিয়ে নির্যাতন করে। এ ভয়ে সে মাদ্রাসা থেকে পালিয়ে কার্পাসডাঙ্গা আসে। পরে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করে। কুড়ুলগাছি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুবায়ের রহমান বিষয়টি অস্বীকার করে শীর্ষনিউজকে জানান, ওই ছাত্রী মাদ্রাসা থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। তবে এর আগে ক্লাসে পড়া না পারার কারণে শিক্ষিকা কৃর্তক দু’একটা চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে থাকতে পারে। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এস আই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।





আরো খবর