বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ১১:১৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ ০৯:০৯:২৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

জয়সুরিয়ার পর আরও নাম বেরিয়ে আসবে

সনথ জয়সুরিয়া-কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। সাফ জানিয়ে দিলেন, হিমশৈলের চূড়া শুধু দেখা যাচ্ছে। আরও অনেক ঘটনাই এবার প্রকাশ্যে আসবে। সোমবার জয়সুরিয়ার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে আইসিসি। এরপরই স্কাই স্পোর্টসে নাসের বলেন, ‘আরও নাম এবার বেরিয়ে আসবে। এ তো হিমশৈলের চূড়া।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, এ ঘটনার জের অনেক দূর গড়াবে। তিনি বলেন, ‘এটা একটা বিশাল ব্যাপার। জয়সুরিয়া শুধু শ্রীলংকার ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেটেও বিশাল নাম। একজন মহান ক্রিকেটার, সাবেক অধিনায়ক, নির্বাচক কমিটির সাবেক চেয়ারম্যান। এতদিন আইসিসির বিরুদ্ধে অভিযোগ ছিল, বড় নাম এড়িয়ে গিয়ে ছোট নামের পেছনে ছোটে তারা। এবার ছবিটা বদলেছে। জয়সুরিয়ার চেয়ে বড় নাম কমই আছে।’ নাসের বলেন, আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দেয়ার সময় গত ছয় মাসে অনেক কথাই তার কানে আসত। তিনি বলছিলেন, ‘ধারাভাষ্য দেয়ার সময় শ্রীলংকার অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তখনই শুনছিলাম, অনেক বড় নাম প্রকাশ পাবে।’ তবে নাসের জানান, যেভাবে জল গড়াচ্ছে, তাতে তিনি খুশি। তার মন্তব্য, ‘অনেকেই বলছিল, আন্তর্জাতিক ক্রিকেট এই রোগের হাত থেকে মুক্ত হয়েছে। জুয়াড়িদের নজর এখন ছোটখাটো টি ২০ লিগ, ফ্র্যাঞ্চাইজিদের ওপর। কিন্তু জয়সুরিয়ার বিরুদ্ধে আইসিসির এ পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে, এখনও কিছু ব্যাপার আছে, যার ওপর আলো পড়েনি।’ এ পরিস্থিতিতে যে দর্শকদের স্বার্থটা সবার আগে মাথায় রাখতে হবে, তারও ইঙ্গিত রয়েছে নাসেরের কথায়। তিনি বলেন, ‘খেলায় এমন অনেক ব্যাপার ঘটে, যা বিশ্বাস করা যায় না। গ্যালারিতে বা টিভির সামনে বসে কেউ যদি ভাবে, অমুক ক্রিকেটার এই খেলা খেলে বাড়তি রোজগার করে নিল, তাহলে তারচেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। এটাই বন্ধ করতে হবে।’





আরো খবর