বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৮:২৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২৩:৫৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। ২৭ বছর বয়সী জি চাওকুনকে শিকাগো থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৌশলী এবং বিজ্ঞানীদের ওপর বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসি। ২০১৩ সালে জি চাওকুন যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে আসেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সে যোগদান করেন তিনি। শিকাগোর আদালতে জি চাওকুনের বিরুদ্ধে করা ফৌজদারি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি বেনামি একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার হয়ে কাজ করতেন। এ ছাড়া আটজনের বিস্তারিত তথ্য তিনি (চীনা পক্ষকে) হস্তান্তর করেন বলে অভিযোগ করা হয়েছে। জি চাওকুন মাভনি (মিলিটারি অ্যাকসেশনস ভাইটাল টু দ্য ন্যাশনাল ইন্টারেস্ট) কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকরা তাদের কারিগরি ও ভাষাগত বিশেষ দক্ষতার ভিত্তিতে সামরিক গুরুত্বপূর্ণ পদেও কাজ করে থাকেন।





আরো খবর