বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০৭:১৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৩৫:৫৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

কেন মুনকে বিশেষ সেই 'পবিত্র পর্বতে' নিয়ে গেলেন কিম?

বহুদিন আগে থেকেই উত্তর কোরিয়ার 'পবিত্র পর্বতে' ওঠার স্বপ্ন ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের। বৃহস্পতিবার তার সে স্বপ্ন পূরণ করেন উত্তর কোরিয়ার প্রধান কিম। বিশ্বের প্রথম কোনো রাষ্ট্র নেতা হিসেবে মুনকে ওই পর্বতে ওঠার সুযোগ দিলেন উত্তর কোরিয়ার এই নেতা। এ সময় সঙ্গে ছিলেন তাদের স্ত্রী। জানা যায়, তিন দিনের এক ঐতিহাসিক সফরে গত মঙ্গলবার পিয়ংইয়ং যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনে। সফরের শেষ দিন বৃহস্পতিবার দুই কোরিয়ার ঐক্যের প্রতীক হিসেবে মুনকে দুই হাজার ৭৪৪ মিটার উচ্চতাবিশিষ্ট উত্তর কোরিয়ার পবিত্র পর্বত মাউন্ট পায়েকতুতে নিয়ে যান কিম। চীন সীমান্তে এই আগ্নেয় পর্বতটির অবস্থান। কোরীয় লোকগাথায় একে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। কোরীয় জাতির আধ্যাত্মিক উৎসস্থানও বলা হয় একে। কিম পরিবারের বীরত্ব প্রচারেও এ পর্বতের ভূমিকা রয়েছে। কিম জং উনের বাবা কিম জং ইলের যে জীবনী রয়েছে তাতে বলা আছে পায়েকতু পর্বতের চূড়ায় তার জন্ম। কিম প্রায়ই এ পর্বতের চূড়ায় ওঠেন। কিমের ঘনিষ্ঠ কিছু সহযোগী ছাড়া আর কাউকে সেখানে যেতে দেয়া হয় না।





আরো খবর