বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৪:৪৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২১ জানুয়ারী ২০১৮ ০৪:৩৩:৩২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সিরিয়ার জনগণকে সন্ত্রাসীদের নিষ্ঠুরতা থেকে রক্ষা করতেই হামলা: দাবি তুরস্কের

দেশটির সীমান্ত ও ওই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং সিরিয়ার জনগণকে সন্ত্রাসীদের নীপিড়ন ও নিষ্ঠুরতা থেকে রক্ষা করার লক্ষ্যেই আফরিন অঞ্চলে অপারেশন চালানো হচ্ছে বলে দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। সিরিয়ার আফরিনে কুর্দিদের লক্ষ্য করে শনিবার থেকে অপারেশন শুরু করেছে তুরস্ক। এ হামলা শুরু কথা দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। হামলা শুরুর পর শনিবার বিকেলে দেশটির সেনা বাহিনী সংবাদ সম্মেলন করে জানিয়েছে তাদের অপারেশনের মূল লক্ষ্যবস্তু হচ্ছে সন্ত্রাসী, সন্ত্রাসীদের আশ্রয়স্থল, আবাসস্থল ও তাদের ব্যবহৃত অস্ত্র। তুর্কী জেনারেল বলেন, এ অপারেশনে কোনো বেসমারিক ও নির্দোষ লোক ক্ষতিগ্রস্ত যেন না হয় সেটা খুব মনোযোগ ও সতর্ককতার সঙ্গে দেখা হবে। তুরস্কের দাবি, এ অপারেশনের লক্ষ্য হলো, তুরস্কের সীমান্তের নিরাপত্তা, আফরিন অঞ্চলের নিরাপত্তা ও সন্ত্রাসীদের নীপিড়ন-নিষ্ঠুরতা থেকে সিরিয়ার জনগণকে রক্ষা করা। তুর্কী সেনাবাহিনী বলছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্তের আলোকেই অপারেশন চালানো হচ্ছে।





আরো খবর