শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০১:৫৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২০ জানুয়ারী ২০১৮ ০৫:৫৭:০৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

উত্তপ্ত ভারত-পাক সীমান্ত, গোলাগুলি, ‘হাই অ্যালার্ট’ জারি

শনিবার সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর সীমান্ত৷ নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও বোমা বর্ষণ শুরু করেছে পাক সেনারা। কাশ্মীর সীমান্তের আর এস পুরা ও আঙ্খুর সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারতীয় জওয়ানরা। খবর ভারতীয় গণমাধ্যমের। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, শনিবার ভোর রাতে ভারতের সেনা শিবির লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা৷ ভারতও যোগ্য জবাব দিয়েছে৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়েছে৷ যদিও এখনও অবধি হতাহতের খবর মেলেনি৷ ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একের পর এক যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাক সীমান্ত৷ যার জেরে ভারত সরকারের পক্ষ থেকে সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷ জানা গিয়েছে, সীমান্তে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ এই উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে, কাথুয়ার সিইও আন্তর্জাতিক সীমান্তের কাছে পাঁচ কিলোমিটার এলাকাতে উপস্থিত সকল সরকারী এবং প্রাইভেট স্কুল বন্ধ করে দেওয়ার আদেশ দিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পাক-ভারত সীমান্তে গোলাগুলি চলছিল। গতকাল শুক্রবার পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু হতাহতও হয়েছে।





আরো খবর