শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৭:০৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭ ০৬:১০:৫৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

ফ্রান্সে ট্রেনের ধাক্কায় স্কুলবাস দুখণ্ড: ৪ শিশু নিহত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের পারপিনান শহরের কাছে ট্রেনের ধাক্কায় একটি স্কুলবাসের ৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ২০ জন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় পারপিনান শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মিলাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, আহতদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাসটি মিলাস এলাকার ক্রিশ্চিয়ান বরকুইন কলেজ থেকে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। সেটি একটি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি। বাস ও ট্রেনের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ফ্রান্সের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটিতে ২৫ যাত্রী ছিলেন। সেটি নির্দেশনা অনুযায়ী ৮০ কিলোমিটার গতিতে চলছিল। দুর্ঘটনায় ট্রেনের তিন যাত্রী সামান্য আহত হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুর্ঘটনায় হতাহত ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ।





আরো খবর