বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল, ১৪৪৫ | ০৫:১৭ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭ ০৪:২৭:৫১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

মুসলিম হত্যায় খুনির সমর্থনে চাঁদা আদায়

ভারতের রাজস্থান রাজ্যে একজন মুসলিম দিনমজুরকে কুপিয়ে হত্যা ও পরে তার গায়ে আগুন লাগিয়ে দেবার দায় অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হত্যার দায়ে সন্দেহভাজন শম্ভুলালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার আগে পর্যন্ত সেখানে প্রায় দুই লাখ ৭০ হাজার রুপি জমা পড়েছে। শম্ভুলালের পরিবারের জন্য অর্থসাহায্য চেয়ে প্রচার চালানোর জন্য দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে । শম্ভুলালের বিরুদ্ধে একজন মুসলিমকে কুপিয়ে হত্যা এবং তারপর ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়। রাজস্থানের রাজসমুন্দ জেলায় যেখানে মুহম্মদ আফরাজুল নামে ওই মধ্যবয়সী মুসলমানকে হত্যা করা হয়েছিল, সেখানকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আনন্দ্ শ্রীবাস্তবা বিবিসিকে বলেছেন "হত্যার ঘটনা নিয়ে আমাদের তদন্তের কারণে" ওই অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন ইন্টারনেট ব্যবহার করে গুজব ছড়ানো বন্ধ করার জন্য রাজস্থান শহরে এবং পাশের উদয়পুর শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ কর্মকর্তা বলেছেন, শম্ভুলাল ও তার পরিবারের জন্য অর্থসাহায্য চেয়ে প্রচার চালানোর দায়ে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের একজন উপ্দেশ রানা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে ''উস্কানিমূলক মন্তব্য'' পোস্ট করেছে। নিহত মুহম্মদ আফরাজুল পশ্চিমবঙ্গ থেকে রাজস্থানে কাজ করতে যাওয়া একজন শ্রমিক এবং এক যুগের বেশি তিনি রাজস্থানেরই বাসিন্দা ছিলেন। হত্যার পর পোস্ট করা দ্বিতীয় আরেকটি ভিডিওতে শম্ভুলালকে দেখা গেছে কার্যত ওই ঘটনার সমর্থনে এই যুক্তি দিতে যে তিনি ''মুসলিমদের হাত থেকে হিন্দুদের সম্মানরক্ষার খাতিরে'' এ কাজ করেছেন। সোসাল মিডিয়ায় শম্ভুলালকে সমর্থন করে প্রশংসামূলক নানা মন্তব্য পোস্ট করা হয়েছে। শম্ভুলাল মুসলমানদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করেছেন : ''আমাদের দেশে 'লাভ জিহাদ' যদি করতে যান আপনার এই পরিণতি হবে।'' ভারতের ক্ষুদ্রকয়েকটি কয়েকটি কট্টর হিন্দু গোষ্ঠির প্রচারণায় এই 'লাভ জিহাদ' শব্দটি জনপ্রিয় হয়ে উঠেছে। এই গোষ্ঠিগুলো মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা ''হিন্দু নারীদের ভুলিয়ে ভালিয়ে তাদের নিজেদের ধর্ম থেকে সরিয়ে আনার ষড়যন্ত্রে'' লিপ্ত রয়েছে।





আরো খবর