শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৮:৪১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭ ০৩:২৭:৩৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

আফগানিস্তানে তালেবান হামলায় ২২ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে তালেবানের হামলায় প্রায় দুই ডজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) পুলিশ জানিয়েছে, তালেবানরা এক ডজনেরও বেশি তল্লাশি চৌকিতে ধারাবাহিক হামলা চালিয়েছে। সোমবার দিবাগত রাতজুড়ে চালানো এসব হামলায় অন্তত ২২ পুলিশ নিহত এবং অপর ১৫ সদস্য আহত হয়েছে। এছাড়া, সরকারি বাহিনী ৪৫ সন্ত্রাসীকে হত্যা ও ৩৫ জনকে আহত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য, তালেবান পুলিশের ওই তল্লাশি চৌকিগুলোর একটিরও দখল নিতে পারেনি বলে জানিয়েছেন তারা। কান্দাহারের পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুরারানি বলেছেন, "অতিরিক্ত সৈন্য ও বিমান হামলার সমর্থন না পৌঁছানো পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ চালিয়ে যায় আমাদের বাহিনী।" এদিকে, কান্দাহার পুলিশের বরাত দিয়ে স্থানীয় কিছু সূত্র জানিয়েছে, তালেবানরা জারি এবং মাইভান্দ জেলায় অবস্থিত নিরাপত্তা চৌকিগুলোতে হামলা চালিয়েছিল। গত কয়েক বছরের মধ্যে এটিই ছিল তালেবানের সবচেয়ে বড় ধরনের হামলা।





আরো খবর