শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০১:১৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১৩ নভেম্বর ২০১৭ ০৫:০৬:৪৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আফগানিস্তানে আইএসের উত্থানে যুক্তরাষ্ট্র জড়িত: কারজাই

আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা রয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, ‘আমার মতে যুক্তরাষ্ট্রের পূর্ণ উপস্থিতি, নজরদারি, সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা সহযোগিতায় দায়েশের উত্থান ঘটেছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব কথা বলেন কারজাই। তিনি বলেন, ‘গত দুবছর ধরে আফগানিস্তানের লোকজন এ সমস্যায় ভুগছেন এবং এর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু এ বিষয়ে কিছুই করা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএসের দোহাই দিয়ে আফগানিস্তানে চলতি বছরের এপ্রিল মাসে ব্যাপক বোমা ফেলেন।’ হামিদ কারজাই বলেন, আগামী দিনগুলোতে আইএস আফগানিস্তানের আরও এলাকা দখল করবে। উল্লেখ্য, ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিরাট অংশ দখল করে নেয়ার এক বছর পর উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস আফগানিস্তানে প্রভাব বিস্তার শুরু করে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আইএসের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সেখানে বর্বর হামলা চালানো হয়েছে।





আরো খবর