বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০৬:৫১ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ ১০:৩৭:৩৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

স্মার্টফোনে দ্রুত চার্জিংয়ে বিপ্লব এনেছে ‘ভিওওসি’ প্রযুক্তি

প্রযুক্তিতে দ্রুত পরিবর্তন আসছে। মুহুর্তেই বদলে যাচ্ছে কিছুদিন আগে উদ্ভাবন করা নতুন প্রযুক্তি। এ ধাক্কায় এবার স্মার্টফোনে দ্রুত চার্জিংয়ে বিপ্লব এনেছে ‘ভিওওসি’ প্রযুক্তি। যা বিশ্বজুড়ে রীতিমত বিস্ময় তৈরি করেছে। চীনের মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো এই নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে। তাদের ভিওওসি ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির কল্যাণে হ্যান্ডসেটে চার্জ হবে অবিশ্বাস্য দ্রুত গতিতে। অপো’র নিজস্ব এই উদ্ভাবন দিচ্ছে মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা, যেখানে লো ভোল্টেজে হাই কারেন্ট সল্যুশনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেট চার্জিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাপ। যত বেশি ভোল্টেজে চার্জ দেওয়া হয়, ফোন তত বেশি গরম হয়ে যায়। ভিওওসি প্রযুক্তিতে যেহেতু ৪ গুণ বেশি দ্রুততম সময়ে চার্জ হয়, তাই ফোনের তাপ বেড়ে যাওয়া রোধ করতে অ্যাডাপটর থকে পোর্ট পর্যন্ত পাঁচ-স্তর বিশিষ্ট নিরাপত্তা সিস্টেম ব্যবহার করা হয়েছে। ভিওওসি’কে দ্রুততম চার্জিং প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে, এতে ভোল্টেজ কমানো সার্কিটের পরিবর্তে এমসিইউ ব্যবহার করা হয়েছে। পাঁচ-স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে আছে ভিওওসি টেস্টার বিল্ট-ইনটু অ্যাডাপটার, ভিওওসি আইডেন্টিফিকেশন বিল্ট-ইনটু অ্যাডাপটার, ভিওওসি আইডেন্টিফিকেশন বিল্ট-ইনটু ফোন, ভোল্টেজ টেস্টার বিল্ট-ইনটু ফোন এবং ফিউজ বিল্ট-ইনটু ফোন। এই সবগুলো প্রযুক্তি চার্জিংয়ের সময় হ্যান্ডসেটের তাপমাত্রা অনেক কমিয়ে রাখে। ভিওওসি চার্জ কেবলে ৭-পিন ইন্টারফেস ব্যবহার করা হয়েছে, যেখানে সাধারণ ফাস্ট চার্জিং প্রযুক্তিতে ৫-পিন ইন্টারফেস ব্যবহার করা হয়ে থাকে। মাল্টি-চ্যানেল চার্জিংয়ের মাধ্যমে তাপ এবং মাত্রাতিরিক্ত কারেন্ট কমিয়ে এনে, ভিওওসি চার্জিং প্রক্রিয়াকে অনেক বেশি নিরাপদ করে তুলেছে। ভিওওসি ব্যবহার করলে গেম খেলা এবং চার্জিংয়ের সময় ফোন গরম হয়ে যাওয়ার ব্যাপারে চিন্তামুক্ত থাকা যায়। বর্তমান বাজারে এটিই একমাত্র প্রযুক্তি, যার মাধ্যমে গেম খেলা বা মুভি দেখার সময়ও হ্যান্ডসেট সমানতালে চার্জ নিতে সক্ষম। চার্জিং গতি এবং নিরাপত্তার অসাধারণ সমন্বয়ে অপো ভিওওসি দিচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এবং নিরাপদ চার্জিং পদ্ধতি, যা গতানুগতিক চার্জিং প্রযুক্তিগুলো দিতে ব্যর্থ। ভিওওসি চার্জিং উপভোগ করা যাবে অপো এফ৯ স্মার্টফোনে। ভিওওসি নতুন কোন প্রযুক্তি নয়। অপো ২০১৪ সালে তাদের এই নিজস্ব কম ভোল্টেজ দ্রুত চার্জিং উন্নত প্রযুক্তি ডেভলপ করে। প্রযুক্তিটি ৯০ মিলিয়ন ব্যবহারকারীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে যার ৫০০ টিরও বেশি পেটেন্ট রয়েছে। অপো সর্বদা প্রযুক্তি জগতে নিত্যনতুন বিস্ময় নিয়ে হাজির হচ্ছে। ভিওওসি চার্জারও এমন এক প্রযুক্তি যা গত কয়েক বছর ধরে নিরাপদ ও দ্রুত চার্জিং প্রযুক্তির অপর নাম। তাই ফাস্ট চার্জার বেছে নেয়ার ক্ষেত্রে ভিওওসি আপনার পছন্দের তালিকায় শীর্ষেই স্থান পেতে পারে।





আরো খবর