শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৯:২১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১২ নভেম্বর ২০১৭ ০৪:৪০:২২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বোতামে চাপ দিলেই আকাশে উড়বে ট্যাক্সি, বাস্তবায়নে উবার-নাসা’র চুক্তি

ক্যালিফোর্নিয়া: উড়ন্ত যানের ভিশন বাস্তবায়নে একটি বড় পদক্ষেপ গ্রহণ করছে বিশ্বব্যাপী পরিবহন প্রযুক্তি কোম্পানী উবার। ২০২০ সালের মধ্যে এটি বাস্তবে রূপ দিতে নাসার সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছে উবার। বুধবার উবারের প্রকাশ করা একটি ভিডিও মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। উড়ন্ত যানের ধারণাটি হচ্ছে- যানবাহনের উড্ডয়ন এবং ল্যান্ডিংয়ের জন্য একটি ভার্টিক্যাল বা উল্লম্ব নেটওয়ার্ক তৈরি করা। ধারণাটি বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণের সময় কমে আসার পাশাপাশি প্রধান শহরগুলোতে গাড়ির দূষণ হ্রাস করতে সাহায্য করবে। পরিবহন প্রযুক্তি কোম্পানী উবার ও মার্কিন স্পেস এজেন্সি নাসার মধ্যকার এই চুক্তিকে কিছুটা অদ্ভুত বলে মনে হতে পারে। কিন্তু উবারের ইতোমধ্য নেয়া এই উদ্যোগ নির্বিঘ্নে বাস্তবায়ন ও চলমান রাখতে চুক্তিটির প্রয়োজন রয়েছে বলে কর্মকর্তারা জানান। উবারের প্রধান পণ্য কর্মকর্তা জেফ হোল্ডেন এনবিসি নিউজকে বলেন, ‘নাসার সঙ্গে আমাদের স্বাক্ষরিত স্পেস চুক্তির উদ্দেশ্য হচ্ছে উড়ন্ত যান ব্যবস্থাপনা সম্পর্কে প্রাথমিক সহযোগিতা প্রদান।’ তিনি বলেন, ‘অনেক বেশি যান আকাশে উড়বে। যে কারণে আকাশ ব্যবস্থাপনায় সাহায্যের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন হবে।’ এছাড়াও উবারের এই এয়ার সার্ভিস পরীক্ষা চালানোর জন্য লস এঞ্জেলসকে দ্বিতীয় ইউএস শহর হিসেবে ঘোষণা করা হয়। ডালাসের ফোর্ট ওয়ার্থ বিমানবন্দর উবারের প্রথম ইউএস পার্টনার। অন্যদিকে, দুবাই হবে তাদের প্রথম গ্লোবাল সিটি। হোল্ডেন আশা প্রকাশ করেন যে, ২০২০ সালের মধ্যে উবারের এই উদ্যোগ বাস্তবায়িত হবে এবং ২০২৩ সালের মধ্যে এটি বাণিজ্যিকভাবে চালু হবে। ২০২৮ সালে লস এঞ্জেলেস অলিম্পিকের আগে এই পরিষেবাটি বিশেষভাবে উপযোগী হতে পারে। সারা বিশ্ব থেকে আগত খেলোয়াড় ও ভক্তদের স্বাগত জানাতে ইতোমধ্যে ঘনবসতিপূর্ণ শহরটি প্রস্তুতি নিচ্ছে। গত অক্টোবর মাসে যাত্রীদের দীর্ঘ ভ্রমণের সমাপ্তি ঘটনোর প্রতিশ্রুতি দেয় উবার। কেবল একটি বোতামে চাপ দেয়ার মাধ্যমে যাত্রীদের আকাশে নিয়ে যাবার ঘোষণা দেয়া হয়। লস এঞ্জেলেসে উবার নেটওয়ার্কের জন্য শহরের চারপাশে ২০টি কৌশলগত অবস্থান রয়েছে। উবারের প্রকাশিত ভিডিওতে দেখা যায় এটির আসন বিমানের আসনের মতোই হবে এবং বিমানের মতোই উল্লম্বভাবে উড্ডয়ন ও ল্যান্ডিং করবে। হোল্ডেন বলেন, ‘এটা ভ্রমণের একটি অনুপ্রেরণামূলক উপায়।আপনি কেবল একটি বোতামে চাপ দিয়েই শহরের উপর দিয়ে উড়ে ল্যান্ড করতে পারবেন।’





আরো খবর