শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৭:৩৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ ০৯:৫৩:৫৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আইয়ুব বাচ্চুর সুর চুরি হয়েছিল পাকিস্তানি বিজ্ঞাপনচিত্রে

কোনো অনুমতি ছাড়াই পাকিস্তানের একটি বিজ্ঞাপনচিত্রে আইয়ুব বাচ্চুর গানের সুর ব্যবহার করা হয়েছিল। এলআরবির খুব জনপ্রিয় হওয়া ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানের সুর ব্যবহার করেছে পাকিস্তানের একটি ফ্যাশন হাউস। ক্রসস্টিচ নামের প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনচিত্রের আবহ সংগীত হিসেবে ব্যবহার করেছিল এই গানের বাঁশি সংস্করণ। বিজ্ঞাপনচিত্রটি পাকিস্তানের অনলাইন টেলিভিশন বিজম্যাক্স টিভি প্রচার করছে তাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে। এলআরবি ব্যান্ডের প্রধান আইয়ুব বাচ্চু প্রতিক্রিয়ায় বলেছিলেন- খুবই দুঃখজনক। এ কাজের প্রতিবাদ করার কোনো ভাষা আমাদের জানা নেই। ওরা খুব খারাপ কাজ করেছে। তিনি এও বলেন, আমার কিন্তু গর্ব হচ্ছে। বাংলাদেশের মিউজিকের আশ্রয় নিতে হল পাকিস্তানকে। ওরা সুর তৈরি করার ক্ষমতাও এখন হারিয়েছে। এর আগে ২০১৬ সালের ৫ জুলাই ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই বাঁশি সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেন রাকিবুল ইসলাম নামে এক তরুণ শিল্পী। আইয়ুব বাচ্চু অভিযোগ করে বলেন, যিনি এই বাঁশি সংস্করণটি ইউটিউবে ছেড়েছিলেন, তিনিও আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। এখন খোলা আকাশের যুগ। যে যেখান থেকে যেভাবে পারছে, নিচ্ছে।





আরো খবর