বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ১১:৩৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১৩ আগস্ট ২০১৮ ১২:৪৯:১৭ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

দেশে মুক্তি পাবে শাকিবের ‘নেকাব’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি কলকাতার সিনেমায়ও অভিনয় করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ওপার বাংলার ‘নেকাব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির মুক্তির প্রস্তুতি শেষ হয়েছে। ঈদের দুই সপ্তাহ পর সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে। রাইজিংবিডিকে এমনটাই নিশ্চিত করেছেন আমদানীকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, সিনেমাটি ঈদের দুই সপ্তাহ পর কলকাতায় মুক্তি পাবে। একই সময় সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও এটি মুক্তি দেওয়া হবে। কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ‘নেকাব’ সিনেমাটি প্রযোজনা করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। শুরুর দিকে সিনেমাটির নাম ‘মাস্ক’ থাকলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘নেকাব’ রাখা হয়। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। এতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। শাকিব খান এর আগে কলকাতার এসকে মুভিজের কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।





আরো খবর