মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল, ১৪৪৫ | ১০:৫১ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ ০৯:১৯:৪২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বলিউডে যৌন কেলেঙ্কারি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ

একাধিক ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হলিউডের মত বলিউডেও যৌন কেলেঙ্কারির অভিযোগ নিয়ে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে শুরু করার পর দেশটির নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলোকে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়ে বিষয়টি খতিয়ে দেখতে বলেছে। প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত, রিচা চ্যাডত্মা, বিদ্যা বালানের মত অভিনেত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের একাধিক যৌন কেলেঙ্কারীর মত বিষয় বলিউডেও রয়েছে এবং বিষয়টি ওপেন সিক্রেট বলে মন্তব্য করলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা কারো নাম বলেননি। এরপর ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী অন্তত ২৪ জন প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র প্রতিষ্ঠানকে চিঠি লিখে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন। চিঠিতে মানেকা গান্ধী চলচ্চিত্র জগতে পেশাগত কাজের সময় যৌন কেলেঙ্কারির ঘটনা খতিয়ে দেখতে ২০১৩ সালে ভারতের একটি আইন অনুসারে একটি কমিটি গঠন করে যৌন কেলেঙ্কারির মত ঘটনা প্রতিরোধ, নিষিদ্ধ বা প্রতিকার করার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। করণ জোহর, আমির খান, সঞ্জয় লীলা বনশালী, অনুরাগ কাশ্যপের মত নামীদামী চলচ্চিত্র ব্যক্তিত্বের কাছে মানেকা গান্ধীর এ নির্দেশ সম্বলিত চিঠি গিয়েছে। বলিউডে চলচ্চিত্র নির্মাতারা নৈতিক ও আইনানুগভাবে কোনো অভিনেত্রী যৌন নির্যাতন বা হয়রানীর শিকার হলে জবাবদিহীতে বাধ্য। শুধু তার চলচ্চিত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী নন, অস্থায়ী ভিত্তিতে কেউ চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরও এধরনের হয়রানির শিকার হলে প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র প্রতিষ্ঠানের কর্ণধারা দায়ী হয়ে থাকেন। এ বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ফের জানিয়ে দেওয়া হয়। মানেকার এই নির্দেশ সম্বলিত চিঠিটি ভারতের চলচ্চিত্র সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে।





আরো খবর