বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০৯:১৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ ০৪:৪৭:৩৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

জয়কে রাখার লোক ঢাকায় খুঁজে পাইনি : অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গত ১৬ নভেম্বর শেষ রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। এতে সিজারের সময় করা সেলাই ফেটে রক্ত বের হয়। প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন এবং উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান অপু। একমাত্র পুত্র সন্তান জয়কে তিনি রেখে যান ঢাকার বাসায়। এদিকে জয়ের বাবা শাকিব খান জয়কে দেখতে নিকেতনের বাসায় গিয়ে না দেখেই ফিরতে হয়েছে। না দেখার কারণ হিসেবে শাকিব খান জানান, বাসার বাহির থেকে তালা দিয়ে কলকাতা গিয়েছেন অপু। তবে এই বিষয়টিকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন অপু বিশ্বাস। গতকাল রাতে ফেসবুক মেসেঞ্জারে অপুর সঙ্গে কথা হয় । অপুর সঙ্গে কথোপকথনের বিশেষ অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো। আপনার শরীরর এখন কেমন? অপু বিশ্বাস : আমার শরীর এখন একটু ভালো। ডাক্তার বলেছেন, দুই মাস বিশ্রামে থাকতে। আপনার পুত্র জয়কে বাসার ভেতরে রেখে বাহির থেকে তালাবদ্ধ করে কলকাতা চলে গিয়েছেন। এটা কেন করেছেন? অপু বিশ্বাস : এটা একদমই ভুল কথা। আমি বাসার বাহির থেকে তালা দিয়ে আসিনি। বাসার ভেতর থেকেই তালা দিয়েছে। বাসার ভেতরে শেলি আপুসহ অন্যান্যরা রয়েছেন। আমি নেই বলেই তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছেন। এটা দোষের কি! আমি বিপদেই পরেই কলকাতা একাই চলে আসতে হয়েছে। জয়কে নিয়ে আসার পরিস্থিতি ছিল না। কারণ জয়ের শরীরটা খুব ভালো নয়। তাই ওকে নিয়ে আসিনি। কিন্তু জয়কে রাখার লোক ঢাকায় খুঁজে পাইনি। তাই বাসায় আমার বোন শেলির কাছেই রেখে আসছি। জয়ের দাদা-দাদি, ফুপু রয়েছেন তাদের কাছেও তো রাখতে পারতেন? অপু বিশ্বাস : দেখুন আপনারা হয়তো দেখেছেন কিছু দিন আগেইতো জয়ের জন্মদিন অনুষ্ঠান করা হয়েছিল। জয়ের দাদা-দাদি বা ফুপুকে দেখেছেন? দেখেননি। তারা কোনো দিন জয়কে দেখতে আমার বাসায় আসেননি। আমার বাসার একদম কাছেই জয়ের ফুপুর বাসা। সেও কোনো দিন তাকে দেখতে আসেনি। তাহলে আমি কীভাবে তাদের কাছে রাখবো বলেন। আমি কলকাতায় আসার সময় জয়কে কোলে নিয়ে অনেক কান্না করেছি। কারণ জয়ের ভাগ্য হয়নি ওর দাদা-দাদির বাসায় থাকার। জয়ের বাবা শাকিব খান জয়কে দেখতে গিয়েছেন তখন জানতে পারেন বাসার বাহির থেকে তালা দেওয়া হয়েছে। তাই তাকে না দেখেই চলতে আসতে হয়েছে। এটা কেন হলো? অপু বিশ্বাস : আমি শেলি আপাকে বলে দিয়ে আসছি, কেউ আসলে দরজা খুলবেন না। কারণ আমি জানি জয়ের দাদার বাড়ির কেউই কখনোই আসেননি। আর আমার পরিবারের কেউ আসলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তবে আমি জানতাম না শাকিব বাসায় যাবেন। আর শাকিব বাসায় গিয়ে যখন এমন পরিস্থিতি দেখেছেন তখন কেন আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমার সঙ্গে যোগাযোগ করলেই পারত। শাকিব তার সন্তানের বাবা সে অবশ্যই তার সন্তানকে দেখবে। ঢাকায় ফিরবেন কত তারিখ? অপু বিশ্বাস : আজই ঢাকায় ফিরব। কারণ আমি আমার বাচ্চাকে রেখে আসছি। কলকাতায় থাকলেও প্রায় প্রতি মুহূর্তে জয়কে ভিডিও কলে দেখছি। জয় কি করছে, কি খাচ্ছে? ঘুমাচ্ছে নাকি খেলা করছে। সবই আমি এখান থেকে দেখছি।





আরো খবর