বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০২:০৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৪ জানুয়ারী ২০১৮ ০৬:২৫:১৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

তীব্র শীতে আমরণ অনশনে ইবতেদায়ি শিক্ষকরা, অসুস্থ ১২৫

ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আমরণ অনশন ষষ্ঠ দিনে পড়েছে। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ১২৫ জন শিক্ষক। তীব্র শীতে অনশন অব্যাহত থাকায় প্রতিদিন অসুস্থ শিক্ষকের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন বলেন, 'শিক্ষামন্ত্রীর কাছ থেকে অনেক প্রতিশ্রুতি পেয়েছি। তার কথায় আমাদের আস্থা নেই। প্রধানমন্ত্রীর তরফ থেকে ঘোষণা না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।' শিক্ষকরা জানান, ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার। এসব বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মাসে দেয়া হচ্ছে ২২ থেকে ৩০ হাজার টাকা করে। কিন্তু ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয় পাঁচশ' টাকা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ির পঞ্চম শ্রেণির কার্যক্রম এক হলেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার। তাই যতদিন সরকারের তরফ থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ না করা হবে, ততদিন রাস্তায় অনশনে থাকবেন তারা। চলতি বছরের প্রথম দিন থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অবস্থান ধর্মঘট পালনের পরও দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় পরদিন থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা।





আরো খবর