বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০৬:১৭ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮ ০৬:১৩:৩৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বাসে ডাকাতি, বাধা দেয়ায় চালককে ছুরিকাঘাতে হত্যা

সাভারের আশুলিয়ায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাসের চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। এসময় আহত হয়েছে বাসের সুপারভাইজার ও হেলপার। আজ মঙ্গলবার ভোর রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে টাঙ্গাইল থেকে ধলেশ্বরী পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি ঢাকা আসছিলেন। এসময় যাত্রীবেশে ডাকাতরা বাসের সকল যাত্রীকে সিটের সাথে বেধে নগদ টাকা মোবাইল সহ মালামাল লুটপাট করে। পরে বাসের চালক বাধা দিলে ডাকাতরা বাসের চালক শাহজাহান মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় আশঙ্কাজনক অবস্থায় বাসের হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুপারভাইজারকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহত বাস চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় অন্য বাসের যাত্রী ও চালকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে ঢাকার ধামরাইয়ের রাতে ইসলামপুর থেকে দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে তারা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি





আরো খবর