বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৪:২৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৯ নভেম্বর ২০১৭ ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

চৌগাছায় বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় জেএসসি পরীক্ষার্থীকে অপহরণ

চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় ঋতু বর্না (১৪) নামের এক স্কুল ছাত্রী অপহৃত হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। সে উপজেলার জগন্নাথপুর দক্ষিণপাড়া গ্রামের বনি ইয়ামিনের মেয়ে এবং এ বছর একই গ্রামের মুক্তিনগর শহীদ স্মরণী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষার্থী ছিল। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ঋতুর নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী জাহাঙ্গীরপুর গ্রামের ইয়াকুবের ছেলে নাজিম উদ্দিন নামের এক বখাটে ৩/৪ সঙ্গীসহ তাকে অপহরণ করে বলে অভিযোগ করেছে মেয়েটির মা রিনি ইয়ামিন। এ ঘটনায় নাজিম তার সহোদর জহুরুল, পিতা ইয়াকুব ও চাচা ইয়াসিন আলীর নাম উল্লেখসহ চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঋতুর মা’য়ের অভিযোগ, ‘বেশ কিছুদিন থেকেই তার মেয়েকে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করত নাজিম। এ সময় সে প্রেম নিবেদন ও বিয়ের প্রস্তাবও দেয়। পরে অন্য মাধ্যমেও তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় নাজিম। কিন্তু পেশায় কাঠ মিস্ত্রি নাজিমের সাথে নাবালক মেয়েকে বিয়ে দিতে অস্বীকার করে তার পরিবার। এরই প্রেক্ষিতে রোববার সকালে স্কুলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাজিম তার সহোদর জহুরুল ও অজ্ঞাত ২/৩ জনসহ ঋতু বর্ণাকে তুলে নিয়ে যায়।’ ঘটনার পরপরই মেয়েটির পরিবার বিভিন্ন স্থানে যোগাযোগ করে সমাধান না পেয়ে দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীনের নিকট মোবাইলে অভিযোগ করেন। পরে তিনি বিষয়টির আইনী ব্যবস্থা নেয়ার পরামর্শ দিলে রিনি ইয়ামিন থানায় লিখিত অভিযোগ দেন। স্কুলের প্রধান শিক্ষক শাহাজান আলী বলেন, ‘মেয়েটি আমার স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয় নি।’ এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভিন বলেন, ‘মেয়েটির মা আমাকে ফোন করেছিলেন। আমি তাকে থানায় অভিযোগ করতে বলেছি।’ চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেবো।





আরো খবর