শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৫:৪৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ০৫ মে ২০১৮ ১২:৫০:১২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

সদরঘাট থেকে ৪১ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীবন্দরে ২ নম্বর সংকেত বহাল থাকায় ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে ৪১ নৌ-রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। শনিবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডাব্লিউটিএর সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, 'নদীবন্দরগুলোতে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা সদরঘাট টার্মিনাল হতে শনিবার বিকেল ৪টা থেকে ৪১ নৌ-রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।' এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার নিম্নচাপটি উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে; সাগর উত্তাল থাকায় এখনও তিন নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি স্থল নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ–পশ্চিম এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে।





আরো খবর