বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল, ১৪৪৫ | ০৮:২৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০১:৩৯:৩৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশিকে উদ্ধার

মালয়েশিয়া থেকে শেখ সেকেন্দার আলী: মালয়েশিয়ায় অভিবাসন বিষয়ক একটি কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়ে ৬৫ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে সেখান থেকে ৩৭৭ টি পাসপোর্ট জব্দ করেছে মালয় ইমিগ্রেশন পুলিশ। যার মধ্যে ৩৬১ টি বাংলাদেশি পাসেপার্ট। মঙ্গলবার দেশটির বান্ডার বারু নিলাই শহরে এই অভিযান পরিচালিত হয়। কোম্পানিটির মালিক মালয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফা আলী সাংবাদিকদের জানান, কোম্পানিটি দীর্ঘদিন ধরে অবৈধদের বৈধ করার নামে জাল ভিসাসহ নানা প্রতারণা করে আসছে। দীর্ঘদিনযাবত অভিবাসী শ্রমিকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। উদ্ধারকৃত বাংলাদেশিরা জানান, এই কোম্পানি বিভিন্ন কোম্পানির কাছে বাংলাদেশি শ্রমিকদের ১৮০০ থেকে ২০০০ মালয় রিংগিতের বিনিময়ে বিক্রি করতো। মহাপরিচালক জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগ যেমন কঠোর তার চেয়েও বেশি কঠোর যারা সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসীদের ঠকিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে। অবৈধ অভিবাসী এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হয়েছে।





আরো খবর