শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০২:৪০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০১৭ ০১:৪২:৩৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ৭টার দিকে দক্ষিণ আফ্রিকার বেলকম শহরের ভরনবিল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের তাহের কোম্পানি বাড়ির রেজাউল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ৭ বছর পূর্বে জীবিকার তাগিদে আফ্রিকা চলে যান আনোয়ার হোসেন। ৬ মাস আগে সে দক্ষিণ আফ্রিকার বেলকম শহরের ভরনবিল এলাকায় নতুন দোকান নিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসা শুরুর পর থেকে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। বুধবার সন্ধ্যায় আনোয়ার মাগরিবের নামাজ শেষ করে দোকানে আসার সাথে সাথেই একজন আফ্রিকান সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি স্বজনরা। দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে তার ইউনিয়নের এক যুবক মারা গেছে বলে তিনি বিষয়টি শুনেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।





আরো খবর