বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল, ১৪৪৫ | ০৫:৫৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২১ অক্টোবর ২০১৭ ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মালয়েশিয়ায় ভূমি ধসে নিহত ৩, বাংলাদেশিসহ নিখোঁজ ১১

মালয়েশিয়ার উত্তরপূর্বাঞ্চলের পেনাং রাজ্যের রাজধানী জর্জ টাউন এলাকায় ৪৯ তলা বিশিষ্ট দুটি কনডমিনিয়াম টাওয়ারের নির্মাণস্থলে ভূমিধসে তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিকসহ মোট ১১ জন শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন। শনিবার কনডমিনিয়াম টাওয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করে। কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, নিহত তিন শ্রমিকের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন মায়ানমারের নাগরিক রয়েছেন। ওই ভবন নির্মাণে নিয়োজিত কর্মকর্তারা বলেন, ঘটনাস্থল থেকে আরো ২ শ্রমিক অনেকটা আঘাত প্রাপ্ত হয়ে ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পেনাং ফায়ার সার্ভিস বিভাগের পরিচালক সাধুন মোখতার বলেন, যে সমস্যা দেখা যাচ্ছে তাতে আমরা পৃথিবীর ৩৫-মিটার গ্যাপ খনন করতে চাই। আমরা তিনটি কুকুরের সাথে একটি কে-৯ ইউনিট স্থাপন করেছি। এ ঘটনায় জড়িতদের খুজে বের করা হবে অবশ্যই। সাধুন মোখতার বলেন, এখানে কর্মরত বেশির ভাগ শ্রমিকই ইন্দোনেশিয়া, বাংলাদেশি ও বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গারা। সম্পূর্ণ ঘটনাটির সূত্রপাত জানতে এখনো কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। এবং ঘটনার কারণ এখনো নির্ণয় করা যায়নি।





আরো খবর