বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ১১:০২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৫ আগস্ট ২০১৮ ০৩:৫৯:২০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

একদিনে ১২ জনসহ বাংলাদেশি ৮৩ হাজীর মৃত্যু

পবিত্র হজ পালনকালে একদিনে (২৪ আগস্ট) ১২ হাজীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বাংলাদেশি মৃত হাজীর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে। বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টালের নিয়মিত হজ বুলেটিনের ২৩ আগস্ট সংখ্যায় বলা হয়, ওইদিন পর্যন্ত ৭১ হাজির মৃত্যু হয়েছে। সে হিসাবে শুধু ২৪ আগস্ট মৃত্যু হয়েছে ১২ জনের। বাংলাদেশ হজ মেডিকেল টিমের প্রধান ডা মো. জাকির হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে এদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্য কতজন পুরুষ আর কতজন নারী তা নিশ্চিতভাবে জানাতে পারেননি ডা মো. জাকির হোসেন। ডা. মো. জাকির হোসেন খান বলেন, মৃতদের অধিকাংশ বয়োবৃদ্ধ ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।





আরো খবর