বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০১:৪১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ ০২:৪৩:১৬ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

লেবাননে বাংলাদেশীকে নির্মমভাবে হত্যা

লেবাননের মনসুরিয়া এলাকায় নিরু নামে এক বাংলাদেশীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল হেরুন নামে আরেক বাংলাদেশীর বিরুদ্ধে। মনসুরিয়ার মেইন রোডে কাজ শেষে বাসায় ফেরার পথে আব্দুল্লাহ নিরুর বুকে ছুরি বসিয়ে দেয়। গতকাল শনিবার সন্ধ্যা ৫টার দিকে লেবাননে এঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিরুর বুকে ছুড়ি দিয়ে দু’টি আঘাত করা হয়, এতে নিরুর ফুসফুসে ভেদ করে এবং প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আব্দুল্লাহ রাত ১২ টায় বাংলাদেশী প্রবাসীদের সহযোগিতায় মোকাল্লেস এলাকা থেকে লেবানন পুলিশের হতে গ্রেফতার হন। এখনো খুনের কারণ জানা যায়নি। নিরুর লাশটি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, নিরু এবং আব্দুল্লাহ একই মালিকের কাজ করত এবং একই রুমে থাকত, তাদের সাথে প্রায়ই নারী সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হত। ঘটনার দিন হয়ত সেরকম কিছু হয়েছিল। বাংলাদেশ দূতাবাস জানায়, পুলিশ রিপোর্ট এখনো দূতাবাস হাতে পাননি, খুনি ধরা পরেছে, পুলিশ রিপোর্ট হাতে পেলে খুনের আসল রহস্য জানা যাবে। তবে সৃষ্ট ঘটনায় হতাশ বাংলাদেশী প্রবাসীরা, প্রবাসের বাড়িতে একজন বাংলাদেশী কি করে এমন নৃশংস ঘটনা ঘটাতে পারে এ নিয়ে হতবাক লেবানিজ নাগড়িকরাও।





আরো খবর