শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ১০:১২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ ০৬:২০:২৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু: চিকিৎসকসহ আটক ৪

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের এসএমকে হাসপাতাল প্রাইভেট লিমিটেডে অপারেশন থিয়েটারে ফাতেমা বেগম নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ফাতেমা মারা গেছে বলে অভিযোগ করেন তার স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা করে বলেও অভিযোগ করেন রোগীর স্বজনরা। নিহতের ভাই ইসমাইল হোসেন জানান, তার বোন ফাতেমা বেগমের জরায়ুতে টিউমার রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগঞ্জের এসএমকে হাসপাতালে ভর্তি হন। পরে ডাক্তার কাজী ফয়েজা আক্তার (গাইনী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ গ্রীণ লাইফ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল) এর তত্ত্বাবধানে ফাতেমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভোর রাতে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের খোঁজ করেন ডাক্তার। এসময় ফাতেমাকে ওই হাসপাতাল থেকে কুমিল্লা নিয়ে যেতে বলা হয়। বিষয়টি স্বজনদের সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে স্বীকার করেন বলে অভিযোগ করেন নিহতের ভাই। ভুল চিকিৎসায় রোগীকে মেরে ফেলা ও পরে প্রতারণার চেষ্টার অভিযোগও তার। এ বিষয়ে জানতে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এর আগে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত ডা. কাজী ফয়েজা আক্তার, প্রফেসর ডা. গোলাম মাইন উদ্দিন, আলমগীরসহ ৪ জনকে আটক করে থানায় হেফাজতে নিয়ে আসেন। তবে চন্দ্রগঞ্জ থানা পুলিশ গণমাধ্যকে কোন তথ্য দেননি। এদিকে এসব অপচিকৎসা বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।





আরো খবর